মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান : আবদুল্লাহ আল নোমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। 

আজ বিকাল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর তাকে স্বাগত জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান একথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কারশেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সর্তক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির, উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ জামাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, রামপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান, সাধারণ সম্পাদক আলী হায়দার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর