কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। আজ বুধবার তিনি বিতর্কিত অর্থ বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রুটো বলেন, ‘এটি স্পষ্ট, কেনিয়াবাসীরা এই বিল চায় না। বিক্ষোভকারীদের সঙ্গে আমি কথা বলব। আমি ২০২৪ ফিন্যান্স বিলে স্বাক্ষর করব না। এটি পরবর্তীতে প্রত্যাহার করা হবে।’
সম্প্রতি অর্থনৈতিক সংকটে থাকা কেনিয়ার সরকার নাগরিকদের ওপর ধারাবাহিকভাবে কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় দেশজুড়ে চলতি সপ্তাহে বিক্ষোভ শুরু হয়।