বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী লেখালেখিও করেন বেশ। তাকে লেখক ও কবি বললেও অত্যুক্তি হবে না। সেই সঙ্গে তাকে ভালো বক্তা বলা যেতে পারে তাকে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি মনোমুগ্ধকর বক্তব্য রাখেন।
সংগীতশিল্পী ফাহমিদা নবী তার অগণিত ভক্ত-অনুসারীদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে লেখেন, ‘শুভ নববর্ষ, আপনাদের জন্য রইল, পহেলা বৈশাখের একগুচ্ছ শুভেচ্ছা। এই উৎসব কোনো ধর্মের নয়- এ উৎসব সমগ্র বাঙালি জাতির। ১৪৩১ বছরটা আনন্দময় হোক। সবাই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।’
এই স্ট্যাটাসের সূত্র ধরে ফাহমিদা নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘আমরা বাঙালি, আমাদের তো আলদা একটা কালচার-সংস্কৃতি রয়েছে। যা পৃথিবীর সবার থেকে আলাদা। এই সংস্কৃতি আমরা সবাই গভীরভাবে লালন করি। আমরা কেউ শাড়ি পরি, কেউ সালোয়ার কামিজ পরি। এগুলো আমাদের নিজস্ব পোশাক। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের সংস্কৃতির নতুন বছর উদযাপন মানে পহেলা বৈশাখকে পালন করি।’