মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে আরো শতাধিক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আজ শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরো ১ লাখের বেশি মানুষ লেবানন ও ইসরাইল থেকে আল জাজিরার উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩ জন নিহত ও ১৬১ জন আহত হয়েছে।

এদিকে লেবাননজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, মসজিদের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাতেও চালাচ্ছে একের পর এক হামলা।

স্থানীয় সময় বুধবার লেবাননের প্রত্নতাত্ত্বিক শহর হিসেবে খ্যাত বালবেকে একটি রোমান সাম্রাজ্যের সময়ের ঐতিহাসিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গোটা এলাকা। ধ্বংস হয়ে যায় একটি ঐতিহাসিক স্থাপনা।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, ঐতিহাসিক আল-মানশিয়া দালান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত হওয়া দালানটি অটোম্যান সাম্রাজ্যের ছিল। তারা জানায়, বাইরের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা গেলেও, দালানটির ভেতরে কতটুকু ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই ঐতিহাসিক এই শহরটিতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই লেবানন-ইসরাইল যুদ্ধে এখন প্রাণ হারিয়েছেন ৩ হাজারেরও বেশি লেবাননের নাগরিক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর