পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত নয়টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কফিন মিছিল বের করে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা।
সংগঠনের মুখপাত্রদের ভাষ্য, যাদের রক্তের উপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আন্দোলনকারীদের কথা না শুনলে সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।