গৃহকর্মী লিজা হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ডের পর আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক মাহবুব আহমেদ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামি পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ জামিনের আবেদন করে শুনানির পর আদালত তা নাকচ করেন।
শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো দুই মামলা মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লর্ড হার্ডিঞ্জং ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র আরিফকে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলা।