সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

আফগানিস্তানে গাড়ি নদীতে পড়ে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

উত্তর আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি যাত্রীবাহী গাড়ি কোকচা নদীতে পড়ে গেলে এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।

দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগ এক বিবৃতিতে  এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার গভীর রাতে গাড়িটি প্রদেশের রাজধানী ফৈজাবাদ শহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

ফাইজাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

গত সপ্তাহে অনুরূপ দুর্ঘটনায় নারী ও শিশুসহ আট যাত্রী প্রাণ হারান।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ। দেশটিতে ট্রাফিক নিয়ম খুব কমই মানা হয় এবং অধিকাংশ রাস্তা, বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলের পথগুলো এবড়োথেবড়ো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর