বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ আহ্বায়কসহ গ্রেপ্তার ১৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ অন্তত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সন্দেহভাজন ১৯ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন ‘অহিংস গণঅভ্যুত্থান’ বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে  এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাকেসহ ১৫-১৬ জনকে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

এর আগে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ড. মুহাম্মদ ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। এজন্য এক হাজার টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ।

এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য, বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেয়ে ছাত্রজনতা-পুলিশ শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠাতে শুরু করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর