কিশোরগঞ্জের বাজিতপুরে অপহরণের তিনদিন পর নুর মোহাম্মদ নামে আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
১৪ মে বিকেলে লালমনিরহাট সদর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রীতি আক্তার (২৪) নামের এক পোশাককর্মী ও আতিকুল ইসলাম আতিক (২৪) নামের এক রডমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
অপহরণের শিকার শিশু নুর মোহাম্মদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিপড়াদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। তার মা লিপি আক্তার শান্তার সরারচর বাজারে বিউটি পার্লার রয়েছে।
অভিযুক্ত প্রীতি আক্তার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনু মিয়ার মেয়ে। আতিকুল ইসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার মোস্তাফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।