রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি।মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে।’
এমন সংকটময় পরিস্থিতি তার আগে কখনো হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।