আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ সংক্রান্ত আপিলের শুনানি শেষে এ আদেশ দেন ।
একই আদেশে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ও স্থগিত করা হয়।
জানা যায়, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থিতা বাতিল হয়।
এদিকে ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেওয়া হয়েছে।