২০২৪ এর ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সংক্রান্ত ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটিও ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে।
এ জন্য গঠিত কমিটিতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে।