বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

জুলাই শহীদদের উৎসর্গ করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়কে জুলাই শহীদদের উদ্দেশে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান ও তানজিদ হাসানের অনন্য পারফরম্যান্সে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন সাফল্য। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

খেলা শেষে সংবাদ সম্মেলনে এই জয় জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেন অধিনায়ক লিটন কুমার দাস। খেলোয়াড়রা ম্যাচ শেষে জানান, দেশের জন্য এই জয় বিশেষভাবে অর্থবহ।

ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসটিতে ছিল ৬টি ছক্কার মার।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। শরিফুল ইসলামের বলে প্রথম ওভারেই কুশল মেন্ডিস ফেরত যান। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

শেষদিকে শানাকার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। মেহেদী ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে ৪ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেন পারভেজ ইমন। তবে এরপর লিটন দাস ও তামিমের জুটি ম্যাচকে সহজ করে তোলে। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে ৩২ রান করে কাটা পড়েন লিটন। কিন্তু তামিম নিজের ক্যারিয়ারসেরা ইনিংসে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় ২৫ বলে ২৭ রান করে তাকে সঙ্গ দেন।

ম্যাচ শেষে ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান এবং সিরিজসেরা নির্বাচিত হন অধিনায়ক লিটন দাস।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর