বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন সাফল্য। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।
বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
খেলা শেষে সংবাদ সম্মেলনে এই জয় জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেন অধিনায়ক লিটন কুমার দাস। খেলোয়াড়রা ম্যাচ শেষে জানান, দেশের জন্য এই জয় বিশেষভাবে অর্থবহ।
ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসটিতে ছিল ৬টি ছক্কার মার।
শেষদিকে শানাকার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। মেহেদী ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে ৪ উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেন পারভেজ ইমন। তবে এরপর লিটন দাস ও তামিমের জুটি ম্যাচকে সহজ করে তোলে। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে ৩২ রান করে কাটা পড়েন লিটন। কিন্তু তামিম নিজের ক্যারিয়ারসেরা ইনিংসে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় ২৫ বলে ২৭ রান করে তাকে সঙ্গ দেন।
ম্যাচ শেষে ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান এবং সিরিজসেরা নির্বাচিত হন অধিনায়ক লিটন দাস।