সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ইউনূস-মোদির বৈঠকে আশার আলো দেখতে পাচ্ছি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ  সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা। যা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি ভূ-রাজনীতিতে বাংলাদেশ-ভারতের যে রাজনৈতিক অবস্থান, এই বৈঠক আমাদের আশার আলো দেখাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দুই দেশের সরকার প্রধানকেই আন্তরিক মনে হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের যে তিক্ততা তৈরি হচ্ছিল, তা বৈঠকের ফলে কমবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এর আগে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মাদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর