বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকাল স্থগিত ভারত থেকে এলো ৫ হাজার টন চাল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি: নজরুল ইসলাম খান দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনাবাহিনী প্রধান ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার নাগরিকদের ইরান ছাড়তে বললো ভারত আরব আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৫ম দিনের আপিল শুনানি চলছে গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন নিউরোসায়েন্সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে ঢাকার সায়েন্সল্যাব অবরোধ

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ (জেআইএমএনএস)।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

জেআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকার মোট ১৩টি স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়, যার মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন নারী, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী এবং ২৬ জন ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেনিথ তান আরও জানান, অভিযানের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ সুরক্ষিত রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক সকলকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর