আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া ঢাকা–১৭ আসন থেকে ডা. তাজনূভা জাবীন, ঢাকা ১২ থেকে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, ফরিদপুর–৩ সৈয়দা নীলিমা দোলা, নওগাঁ– ৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ–৩ আসন থেকে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম–১০ সাগুপ্তা বুশরা মিশমা, খাগড়াছড়ি থেকে মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।