আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় দলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন জেলা ও আসনের গুরুত্বপূর্ণ সংগঠকদের নাম রয়েছে।
প্রার্থীর তালিকায় যারা রয়েছেন:
১. জোনায়েদ সাকি: ব্রাহ্মণবাড়িয়া-৬
২. আবুল হাসান রুবেল: পাবনা-৪ ও ঢাকা-১০
৩. তাসলিমা আখতার: ঢাকা-১২
৪. হাসান মারুফ রুমী: চট্টগ্রাম-৯
৫. দেওয়ান আব্দুর রশীদ নীলু: বরিশাল-৫
৬. তরিকুল সুজন: নারায়ণগঞ্জ-৫
৭. মনির উদ্দীন পাপ্পু: ঢাকা-৭
৮. বাচ্চু ভূঁইয়া: ঢাকা-৩
৯. জুলহাসনাইন বাবু: পাবনা-২
১০. অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ: রাজশাহী-২
১১. দীপক কুমার রায়: লালমনিরহাট-২ ও ৩
১২. আলিফ দেওয়ান: টাঙ্গাইল-৬
১৩. সেন্টু আলী: নাটোর-১
১৪. এ কে এম শামসুল আলম: ময়মনসিংহ-১০
১৫ মোফাখখারুল ইসলাম মুন: রংপুর-২
১৬. তৌহিদুর রহমান: রংপুর-৩
১৭. সৈয়দ সাইফুল ইসলাম: মৌলভীবাজার-৪
১৮. মোস্তাফিজুর রহমান রাজীব: ময়মনসিংহ-৪
১৯. তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ): নওগাঁ-৫
২০. জাহিদুল আলম আল-জাহিদ: চট্টগ্রাম-৪
২১. নাসির উদ্দীন তালুকদার: চট্টগ্রাম-৬
২২. আশরাফুল ইসলাম: ঠাকুরগাঁও-২
২৩. মিজানুর রহমান: ঢাকা-১
২৪. মুনীর চৌধুরী সোহেল: খুলনা-২
২৫. জুয়েল রানা: রাজশাহী-৩
২৬. নুরুদ্দীন: চাঁপাইনবাবগঞ্জ-৩
২৭. অ্যাডভোকেট আজমল হোসেন: খুলনা-১
২৮. নাহিদা শাহান: ব্রাহ্মণবাড়িয়া-৫
২৯. অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম: পিরোজপুর-৩
৩০. তানভীর আহমেদ: ঢাকা-১৯
৩১. সাজেদুর রহমান সাজু: পঞ্চগড়-১
৩২. তাহসিন মাহমুদ: চট্টগ্রাম-৩
৩৩. মনিরুল হুদা বাবন: ঢাকা-১৩
৩৪. আব্দুল জলিল: ঢাকা-২
৩৫. সৈয়দ সালাহউদ্দীন শিমুল: চট্টগ্রাম-১১
৩৬. আল-আমিন শেখ: খুলনা-১
৩৭. হাসান আল-মেহেদী: লক্ষ্মীপুর-২
৩৮. আরমানুল হক: কক্সবাজার-১
৩৯. নাজমা বেগম: নারায়ণগঞ্জ-১
৪০. জাহিদ সুজন: নারায়ণগঞ্জ-৪
৪১. ফাতেমা রহমান বিথি: টাঙ্গাইল-৫
৪২. জিন্নাত আরা সুমু: রাজশাহী-২
৪৩. সাকিবুল ইসলাম: বরিশাল-১
৪৪. মহব্বত হোসেন মিলন: নীলফামারী-১
৪৫. রুবেল মিয়া (হিমু ভাই): ঢাকা-৮
৪৬. অঞ্জন দাস: নারায়ণগঞ্জ-৩
৪৭. ময়েজ উদ্দীন: ঢাকা-৫
৪৮. এসএম ওয়াশিফ ফায়সাল: কুষ্টিয়া-৩
৪৯. মোফাখখারুল ইসলাম মানিক: নওগাঁ-৪
৫০. আবু সাকের মোহাম্মদ জাকারিয়া: গাজীপুর-৬
৫১. আব্দুর রশীদ: বগুড়া-৪
৫২. আরিফুল ইসলাম: জয়পুরহাট-২
৫৩. সুলতান মাহমুদ শিশির: দিনাজপুর-৫
৫৪. গোলাম মোস্তফা: গাইবান্ধা-১
৫৫. তাহমিদা ইসলাম তানিয়া: নাটোর-৪
৫৬. দ্বিজেন্দ্রনাথ রায়: দিনাজপুর-৪
৫৭. সাইফুর রহমান দুলাল: কুড়িগ্রাম-১
৫৮. রুস্তম আলী: কুড়িগ্রাম-২
৫৯. বেলায়েত শিকদার: শরীয়তপুর-৩
৬০. আজহারুল ইসলাম: পাবনা-৫
৬১. আমজাদ হোসেন: গাজীপুর-২
৬২. অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ: গাজীপুর-৩
৬৩. এফএম নুরুল ইসলাম: ঢাকা-১৪
৬৪. প্রদীপ রায় নীলফামারী-৩
৬৫. ইলিয়াস জামান: মুন্সিগঞ্জ-৩
৬৬. মাহবুব রতন: ঢাকা-১৫
৬৭. ইমরাদ জুলকারনাইন ইমন: কুমিল্লা-৬
৬৮. বিপ্লব খান: মুন্সিগঞ্জ-২
৬৯. আবু রায়হান খান: ব্রাহ্মণবাড়িয়া-৩
৭০. সাইফুল্লাহ সিদ্দিক রুমন: ঢাকা-১৬
৭১. আমজাদ হোসেন: পটুয়াখালী-২
৭২. জুনেদ আহমেদ: মৌলভীবাজার-৩
৭৩. আলতাফ হোসেন: সাতক্ষীরা-৪
৭৪. নজরুল ইসলাম: ঝিনাইদহ-১
৭৫. কায়কোবাদ সাগর: ফেনী-২
৭৬. জহির রায়হান সাগর: কুমিল্লা-৯
৭৭. অ্যাডভোকেট রিপন চক্রবর্তী: বান্দরবান-১
৭৮. সেলিমুজ্জামান: ঢাকা-৮
৭৯. রিপন: ফেনী-২
৮০. অপূর্ব নাথ: চট্টগ্রাম-১০
৮১. কেরামত আলী: জামালপুর-৬
৮২. আবু বক্কর রিপন: ঢাকা-৬
৮৩. অধ্যাপক আব্দুল কাদের: মানিকগঞ্জ-৩
৮৪. খালেদ হোসাইন: ময়মনসিংহ-১১
৮৫. জাহাঙ্গীর আলম পালোয়ান: গাজীপুর-৪
৮৬. রফিকুল ইসলাম রাসেল: মাদারীপুর-২
৮৭. আবদুল কাদের খান: ঝালকাঠি-২
৮৮. আব্দুল কাদের: রংপুর-৪
৮৯. নজরুল ইসলাম সরকার: ময়মনসিংহ-৫
৯০. আল-আমীন রহমান: কিশোরগঞ্জ-৫
৯১. লোকমান হোসেন: গাজীপুর-৫