বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় দূষিত বাতাসে শ্বাস নিয়ে বছরে ১০ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে: বিশ্বব্যাংক রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ একজন আটক তারেক রহমানকে ৩০০ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ট্রাম্প:মার্কিন সাংবাদিক কার্লসন ২০২৫ এ ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ট্রাম্প:মার্কিন সাংবাদিক কার্লসন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

রক্ষণশীল মার্কিন সাংবাদিক টাকার কার্লসন ইঙ্গিত দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক অভিযান ঘোষণার প্রস্তুতি নিতে পারেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে তাঁর তথ্য সীমিত এবং নিশ্চিত নয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিচারপতি নেপোলিটানোর পডকাস্টে ট্রাম্প কি “ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন”—এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, কংগ্রেসের এক সদস্য তাঁকে জানিয়েছেন যে, সম্ভাব্য একটি সংঘাত নিয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করা হয়েছে, যা হয়তো সেদিনই প্রেসিডেন্টের ভাষণে ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, “আসলে সেটা হবে কি না—কে জানে? আমি জানি না।”

ট্রাম্পের স্থানীয় সময় রাত ৯টা বা গ্রিনিচ মান সময় রাত ২টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তাঁর পূর্বসূরির কাছ থেকে পাওয়া সমস্যাগুলোর কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজ সন্ধ্যার বার্তা সম্ভবত এটাই: আমরা একটা জটিল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আর আমরা দারুণ কাজ করেছি। কাজ চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আমাদের দেশ আগের চেয়েও শক্তিশালী হবে।”

কার্লসন আরও বলেন, তিনি কোনো সরকারি পদে নেই এবং এ বিষয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললেও তিনি নিজে থেকে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেননি। তাঁর ভাষায়, “আমি কখনোই আমার জানা বিষয় অতিরঞ্জিত করে বলতে চাই না—কারণ সাধারণভাবে আমার জানাটাই খুব সীমিত।”

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কার্লসনের এ মন্তব্য এসেছে। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার তেল রপ্তানির ওপর নৌ অবরোধ ঘোষণা করেন এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারকারী ও ‘নার্কো-সন্ত্রাসীদের’ আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে, যা ভেনেজুয়েলা সরকার বারবার অস্বীকার করেছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে এবং দেশের প্রাকৃতিক সম্পদ দখলের লক্ষ্যে ওয়াশিংটন ‘ঔপনিবেশিক’ এজেন্ডা অনুসরণ করছে বলে অভিযোগ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেকোনো সামরিক পদক্ষেপ আগ্রাসনের শামিল হবে এবং বিষয়টি জাতিসংঘে তোলা হবে।

কার্লসন বলেন, “এ পর্যন্ত আমি যা জানি, তা হলো—গতকাল কংগ্রেসের সদস্যদের ব্রিফ করা হয়েছে যে একটি যুদ্ধ আসছে এবং তা আজ রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করা হবে।”-সূত্র: আরটি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর