ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। তবে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন কাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই জানায়, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।