শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

পহেলা ডিসেম্বর ১২টি ব্যান্ড দল নিয়ে ‘ব্যান্ড ফেস্ট’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

প্রতিবছরের মত এবারও ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আই উদযাপন করতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ২০১৪ সাল থেকে প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়া থেকে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে আসছে চ্যানেল আই। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ১২তম আসর।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। আগামীতে অনেকবড় পরিসরে ব্যান্ড ফেস্ট উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে দেশের নামকরা ব্যান্ড সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান, পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।

বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি।

তিনি বলেন, আগামীতে অনেক বড় পরিসরে দিনটি পালনের পরিকল্পনা আমাদের রয়েছে। সেইসঙ্গে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আমি মনে করি, জাতীয়ভাবে ব্যান্ডের জন্য যদি একটি দিন পালন করা যায়, তাহলে আরও ভালো হয়। আশা করি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় রাখবে।

ফুয়াদ নাসের বাবু বলেন, আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইয়ে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, শুরু থেকে সবসময় তারা ব্যান্ড মিউজিকের সঙ্গে ছিল।

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে। এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মনে করেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্টের দরকার আছে।

১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টে প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম। এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর