রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংরক্ষিত আসনের এমপি তামান্না নুসরাত বুবলীসহ ৮ জনের ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে বুবলীকে গ্রেপ্তার করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর বুবলীর জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল বের করে। তারা জনমনে ভীতি সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটকদের থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।