শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে ৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এ নোট চলবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ টাকার নতুন নোট বাজারে যুক্ত হচ্ছে।

নতুন ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা ফুল। পেছনে মুদ্রিত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে সবুজ রঙের আধিক্য ব্যবহার করা হয়েছে।

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সম্মুখভাগের ডান কোণায় মুদ্রিত মূল্যমান ‘৫০০’ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দিয়ে ছাপা হয়েছে-নোট নাড়াচাড়া করলে রঙ সবুজ থেকে নীল হয় এবং ভেতরের কোনাকুনি ‘৫০০’ লেখা স্পষ্ট হয়। সম্মুখভাগের বামদিকে রয়েছে ৪ মি.মি. চওড়া লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল অংশ সবুজে রূপ নেয়। এতে ‘৫০০ টাকা’ লেখা থাকে, যা আলোর বিপরীতে ধরে দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডানদিকের নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে।

গভর্নর স্বাক্ষরের ডানপাশে থাকা ‘৫০০’ আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের নিচের বর্ডারের মাঝখানে সবুজ ডিজাইনের ভেতর গুপ্তভাবে ‘৫০০’ লেখা রয়েছে, যা নোট বাঁকালে দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার রয়েছে, যা UV ডিটেক্টরে দৃশ্যমান হয়। পাশাপাশি নোটের উভয় পাশে UV curing varnish ব্যবহারের কারণে নোটটি স্পর্শে কিছুটা চকচকে অনুভূত হয়।

বর্তমান প্রচলিত সব ধরনের কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। নির্ধারিত মূল্যে এগুলো বাংলাদেশ ব্যাংকের জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর