ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে এক অভিযানের সময় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুদকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আরআইএ’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধ সংক্রান্ত একটি মিশনে অংশগ্রহণকালে প্রাণ হারান। তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী এবং ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং নাশকতা।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন প্রেস সার্ভিস। এর আগে তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।
পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, ইউক্রেন সংকট মূলত পশ্চিমা দেশগুলোর নীতির সরাসরি ফলাফল, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলো উপেক্ষা করেছে এবং ইউক্রেনকে একটি বিরোধী ঘাঁটিতে রূপান্তর করেছে।
তিনি আরও বলেন, যেকোনও শান্তি চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি ও ইউক্রেন সংকটের মূল কারণগুলোকে সমাধান করে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স, এএফপি