দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সাথে ড্র করলো বাংলাদেশ । এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম দুইবার এমন কীর্তি গড়লেন। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি (১৪৬ ও ১২৪)।
গল টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বিদায়ী ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের লড়াকু মানসিকতা ও বৃষ্টির বাগড়ায় কোনো দলই জয়ের দেখা পায়নি। শেষ পর্যন্ত দুই দল ড্র নিয়েই মাঠ ছেড়েছে।
টস জিতে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দলই ড্র মেনে নেয়।
এই ড্রয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো টেস্ট ম্যাচ অমীমাংসিত থাকল। ২০১৩ সালে আগের ড্রয়ের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। এরপর ২৬ ম্যাচ মাঠে গড়ালেও কোনো ম্যাচ অমীমাংসিত ছিল না। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের মধ্যে কেবল ৭টি ম্যাচ ড্র হয়েছে।
এই ম্যাচ ড্র হওয়ায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শুরুতেই পয়েন্ট পেল বাংলাদেশ ও শ্রীলংকা। সমান ৪ করে পয়েন্ট এবং শতকরা ৩৩.৩৩ পয়েন্ট নামের পাশে তুলল দু দল। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সপ্তম স্থানে শেষ করেছিল নাজমুল হোসেন শান্তর দল।
আগামী ২৫ জুন থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।