বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই শান্ত-মুশফিক-হৃদয়, এক বছর পর দলে ফিরলেন আফিফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের। এক বছর পর দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন।

শান্তর পরিবর্তে ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে পারছেন না শান্ত। আঙুলের ইনজুরিতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিক।

শান্তর মত কুঁচকির ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না হৃদয়ের। বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘ডান কুঁচকিতে ব্যাথা অনুভব করছেন হৃদয়। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখবো। এরপর দেখবো সে খেলার জন্য প্রস্তুত কিনা।’

এদিকে এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন আফিফ। ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান।

আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিলো পেসার নাহিদ রানার। অভিষেকে ৪০ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন রানা।

দলে সুযোগ পাননি অলরাউন্ডার সাকিব আল হাসানও। গত আফগানিস্তান সিরিজেও খেলেননি তিনি। সদ্যই সাকিবের দলে সুযোগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে খেলার মত মানসিক অবস্থা নেই সাকিবের।’

ফারুক অবশ্য বলেছেন, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সামর্থ্য আছে সাকিবের। ঐ টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর