বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

হাসানের জোড়া উইকেটের পরও ৩শ অতিক্রম করলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের জোড়া উইকেট শিকারের পরও জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে ৩শ রান ছাড়িয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে ক্যারিবীয়রা।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের পঞ্চম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। ডা সিলভাকে ১৪ রানে লেগ বিফোর আউট করেন তিনি। এই শিকার দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হাসান।

টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান। এতে ভেঙে গেছে পেসার শাহাদাত হোসেনের রেকর্ড। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত। আর এ বছরের মে মাসে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর ১৩ ইনিংসে ২৪ উইকেট নিয়েছেন হাসান।

দিনের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান হাসান। গালিতে জাকির হাসানের দারুণ ক্যাচে ৪ রান নিয়ে সাজঘরে ফিরেন আলজারি জোসেফ।

২৬১ রানে সপ্তম উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন গ্রেভস ও কেমার রোচ। ১৪২ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান  তারা। ২টি চারে গ্রেভস ৬৩ ও রোচ ১৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৬০ রানে ও হাসান ৭৫ রানে ২টি করে এবং তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর