ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইউনিয়ন ভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয় বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলেও উল্লেখ আছে এতে।
জাতীয় পার্টি সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যান এর বিশেষ দূত মাসরুর মওলাও বৈঠকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টি সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতায় এখন দলটি রাজনৈতিক দৃশ্যপটে বেকায়দায় আছে।
পরপর চারটি জাতীয় নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে এবং বিএনপি-জামায়াতের বর্জন করা দুটি নির্বাচনে সমঝোতা করে অংশ নিয়েছে জাতীয় পার্টি। টানা তিনটি সংসদে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকাতেও ছিল তারা। এর মধ্যে বিরোধী দলে থাকলেও মন্ত্রিত্ব নিয়েছে তারা।
আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টি উপস্থিত ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফা সংলাপেও তারা যোগ দিয়েছে। তবে এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে তাদেরকে নির্মূলের ঘোষণা দিয়েছে। ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলা হয়েছে।