মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

‘গুরুতর ঘটনায়’ নেতানিয়াহুর বাড়ির কাছে দুটি অগ্নিকান্ড: পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

ইসরাইলের কেন্দ্রীয় শহর সিজারিয়ার শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে দুটি অগ্নিকান্ড ঘটেছে। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে ‘গুরুতর’ অভিহিত করেছে।

পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতির উদ্ধৃতি দিয়ে জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের প্রাঙ্গণে দুটি অগ্নিকান্ড ঘটেছে। ‘ঘটনার সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাটি ‘গুরুতর ও  বিপজ্জনক’ অভিহিত করে এর তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ঘটনার নিন্দা করেছেন এবং জনসাধারণের ওপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন।

হারজোগ এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমি এখন শিন বেতের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং যথা শিগগির সম্ভব ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্ত ও জরুরি ভিত্তিতে মোকাবিলার ব্যবস্থা গ্রহনের প্রয়োজনীয়তার কথা বলেছি।’

এ অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায় নাই।

এর আগে গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলার পর এই ঘটনা ঘটলো। ওই ড্রোন হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ দায়ী বলে দাবি করা হয়। নেতানিয়াহু সে সময় হিজবুল্লাহর বিরুদ্ধে তাকে ও তার স্ত্রী হত্যার চেষ্টার অভিযোগও আনেন।

২৩ সেপ্টেম্বর থেকে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরাইল বোমা হামলা বাড়িয়েছে ও পরে স্থল বাহিনী প্রেরণ করে। এর আগে গাজায় যুদ্ধে হামাসের হিজবুল্লাহ গোষ্ঠী এক বছর ধরে ইসরাইলের সঙ্গে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চালিয়ে যায়।

হাইফা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে সিজারিয়া এলাকাটিকে হিজবুল্লাহ নিয়মিত লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শনিবারের ভোরে হিজবুল্লাহর ‘ভারী গুচ্ছ রকেট হামলা হাইফার এক উপাসনালয়ে আঘাত হানলে এতে দুই ব্যক্তি আহত হয়।

সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করা ‘প্রায় ১০টি প্রজেক্টাইল-এর কয়েকটিকে বাধা দিয়েছে।

ইসরাইলের উত্তরে হাইফা এলাকায় এক নৌ ঘাঁটিসহ সামরিক স্থানগুলো লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর