বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় অপহৃত ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, “র্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীন উদ্ধার করা হয়েছে।”
তবে তাকে কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে ক্ষুদে বার্তায় বিস্তারিত জানানো হয়নি।
র্যাব কর্মকর্তারা বলছেন, তারা পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
মঙ্গলবার রাতে তারাবি নামাজ পড়ার সময় মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় নেজাম উদ্দীনকে।