বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ (মঙ্গলবার) সকালে ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি এই পেসার।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরিফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আজকে সকাল ৮:৩৫-এ আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
দুই বছর আগে ফারদিন শেখ চাঁদনীকে বিয়ে করেন শরিফুল। তাদের ঘরে এটিই প্রথম সন্তান।