শারদীয় দুর্গাপূজার দশমীর দিন ঠাকুরকে বরণ করতে গিয়ে মণ্ডপে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলা হয়, ‘বরণ শেষে সিঁড়ি থেকে নামতে গিয়েই পা পিছলে যায় কাজলের। হুমড়ি খেয়ে পড়তেই যাচ্ছিলেন তিনি। পাশ থেকে বোন তানিশা তাকে ধরে নেওয়ায় রক্ষা পেয়েছেন।’

প্রতিবেদন আরও বলা হয়, ‘দশমীর দিন কাজলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। এদিকে কাজলের তেমন ক্ষতি না হলেও তার হাত থেকে মাটিতে পড়ে যায় ফোন। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।’