ছবি: কালের কণ্ঠ
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলার রিটার্নং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মনোয়ন পত্র নেওয়ার সময় নির্বাচন কমিশনের বিধি মেনে রিটার্নিং কর্মকর্তার কক্ষে জেলা বিএনপি’র সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন-বগুড়া-৫ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মো. সিরাজ, বগুড়া শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও বিএনপি নেতা সাইফুল ইসলাম।