ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের শক্তিশালী সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী আর নেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাতে দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিশেষ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদী ছিলেন দেশপ্রেমিক ও আপোষহীন এক কণ্ঠস্বর। তার অকাল মৃত্যুতে দেশ একজন সম্ভাবনাময় তরুণ নেতাকে হারালো। শোকবার্তায় দলের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।