রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়।
আজ সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্র্যাফিক মতিঝিল বিভাগে ২১টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে।
এছাড়া ট্র্যাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে।
ট্র্যাফিক তেজগাঁও বিভাগে ১০টি বাস, দুইটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।
মিরপুরের ট্র্যাফিক বিভাগ আটটি বাস, আটটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা করেছে।
অন্যদিকে গুলশানের ট্র্যাফিক বিভাগে ২০টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে।
ট্র্যাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে।
তাছাড়াও রমনা ও লালবাগে যথাক্রমে পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা এবং ছয়টি বাস, চারটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১২৩টি মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্র্যাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।