আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। আগামীতে অনেকবড় পরিসরে ব্যান্ড ফেস্ট উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।
বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি।
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টে প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম। এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ।