শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন ও মোস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ (আইএল টি-টোয়েন্টি)-তে খেলার জন্য অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি (NOC) পেয়েছেন দুই তারকা পেসার তাসকিন  ও মোস্তাফিজ। 

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই বিদেশি লিগে খেলার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

এবার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্য কিছুটা নাটকীয়তা দেখা গিয়েছিল। টুর্নামেন্টের নিলামের আগেই ইংলিশ পেসার লুক উডের বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে পরবর্তীতে সেই চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রায় এক মাস পর মোস্তাফিজের ওপরই পুনরায় আস্থা রেখেছে তারা। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দুবাইয়ের জার্সিতেই দেখা যাবে তাকে। উল্লেখ্য, এর আগে একই মালিকানাধীন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন মোস্তাফিজ।

তাসকিন ও সাকিবের দল নিলাম থেকে ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। অন্যদিকে, ৪০ হাজার ডলারের ভিত্তিমূল্যে এমআই এমিরেটস দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফলে এবারের আসরে তিন বাংলাদেশি তারকাকেই মাঠ মাতাতে দেখা যাবে।

বিপিএল ও এনওসি প্রসঙ্গ ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত দিন-তারিখ ঘোষণা করা হয়নি। গত এক বছর দেশে এসে বিপিএল খেলেননি সাকিব, তাই তার আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। তবে তাসকিন ও মোস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে বিপিএলের চূড়ান্ত সময়সূচির ওপর।

এদিকে, একই সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিগ ব্যাশ লিগ’-এ অংশ নেওয়ার জন্য আগেই অনাপত্তিপত্র পেয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বিদেশি লিগগুলোর বিষয়ে এবার খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি বেশ নমনীয় অবস্থান গ্রহণ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর