বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোরে যশোর শহরের বেজপাড়ায় ভাড়াবাড়িতে ৮০ বছর বয়সে জীবনাবসান ঘটে তার।
পীযূষ কান্তি ভট্টাচার্যের জন্ম ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মণিরামপুর থানার পাড়ালা গ্রামে। তিনি খাজুরার এম এন মিত্র স্কুল থেকে ১৯৫৬ সালে এসএসসি পাশ করে যশোর সরকারি এমএম কলেজে ভর্তি হন।
শিক্ষাজীবন শেষ করে মণিরামপুর কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন পিযূষ কান্তি ভট্টাচার্য। উপাধ্যক্ষ হিসেবে এই কলেজ থেকে অবসর নেন ১৯৭৫ সালে। এর আগে বিএ পাশ করে ১৯৬১ সালে মশিয়াহাটী স্কুলে শিক্ষক হিসেবে যোদ দিয়েছিলেন। সেখানে কর্মরত ছিলেন ১৯৬৮ সাল পর্যন্ত। তার রাজনৈতিক জীবন শুরু ১৯৬৬ সালে।
পিযূষ কান্তি ভট্টাচার্যের সাত ভাইবোনোর একজন স্বপন কুমার ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং যশোর-৫ আসনের এমপি ছিলেন।