শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি শুল্ক-বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে বিজ্ঞাপনটি প্রচার না করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান।  

আজ শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তার দেখা হয় এবং সেখানেই তিনি ক্ষমা চান। কার্নি বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছি।”

ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছিল, যেখানে রিগ্যান শুল্ককে বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনার কারণ হিসেবে উল্লেখ করেন।

কার্নি জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে এটি পর্যালোচনা করলেও সম্প্রচারের বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম, আমি চাই না বিজ্ঞাপনটি প্রচারিত হোক।”

তবে স্পষ্টভাষী রক্ষণশীল রাজনীতিবিদ ডগ ফোর্ড, যাকে অনেক সময় ট্রাম্পের সঙ্গে তুলনা করা হয়, তিনি বিজ্ঞাপনটি প্রচার করেছিলেন। বিজ্ঞাপনটি প্রচারের পরই ক্ষুব্ধ ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন এবং ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করে দেন।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে কার্নির সঙ্গে তার “খুব ভাল” আলোচনা হয়েছে। তবে শুক্রবারও তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আবার শুরু হবে না।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী কার্নি আরও বলেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার শুক্রবারের বৈঠক কানাডা-চীন সম্পর্কের ক্ষেত্রে এক মোড় পরিবর্তন। ২০১৭ সালে জাস্টিন ট্রুডোর সময় সর্বশেষ দুই নেতার আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছিল।

কার্নি জানান, শি’র সঙ্গে আলোচনায় তিনি বিদেশি হস্তক্ষেপসহ নানা ইস্যু তুলে ধরেন। তিনি এশিয়া সফরের উদ্দেশ্য হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর কানাডার অর্থনৈতিক নির্ভরতা কমানোর কথা উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর