বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল দুর্বল ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করল পুলিশ এককভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন

রাকসু নির্বাচন পিছিয়ে ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৩ দিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত ছিল। 

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল পুনর্বিন্যাসের এ ঘোষণা দেন, রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক করার জন্য পূর্বনির্ধারিত তফসিলের সময় যথেষ্ট হচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার দীর্ঘ সময় প্রয়োজন, যা আমাদের ধারণায় ছিল না। এছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া নতুন তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ এবং ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এসময় নির্বাচন কমিশনারগণও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর