বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

শতাধিক বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

কোরিয়ান এয়ার মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোষণা করেছে যে তারা ১০০টির বেশি বোয়িং বিমান কিনবে। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিমান ক্রয় চুক্তি এটি। এএফপি এ খবর জানায়। 

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা বোয়িং থেকে ১০৩টি নতুন প্রজন্মের বিমান কেনার পরিকল্পনা করেছে। এই কেনাকাটার সঙ্গে জিই এয়ারোস্পেস-এর অতিরিক্ত ইঞ্জিনও অন্তর্ভুক্ত আছে এবং এর মোট মূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলার। বিমানগুলো ২০৩০ সালের শেষ পর্যন্ত সরবরাহ করা হবে।

সিউলভিত্তিক এই এয়ারলাইন জানায়, ক্রয়ের মধ্যে রয়েছে ২০টি বোয়িং ৭৭৭-৯, ২৫টি বোয়িং ৭৮৭-১০, ৫০টি বোয়িং ৭৩৭-১০ এবং আটটি বোয়িং ৭৭৭-৮এফ কার্গো বিমান।

সোমবার ওয়াশিংটনে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কোরিয়ান ও মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

একই দিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প তার প্রথম বৈঠক করেন। এর কয়েক সপ্তাহ আগে উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল বিনিয়োগের ঘোষণাসহ বাণিজ্য চুক্তিতে সম্মত হয়।

কোরিয়ান এয়ার মার্চ মাসে ৫০টি পর্যন্ত বোয়িং বিমান কেনার জন্য সম্মত হয়েছিল, এই চুক্তির মূল্য প্রায় ৩২ বিলিয়ন ডলার, যার সঙ্গে জিই অ্যারোস্পেসও জড়িত ছিল।

বোয়িং বর্তমানে উৎপাদন ব্যাকলগ ও নিরাপত্তা উদ্বেগে জর্জরিত: গত ১২ জুন ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে লন্ডনগামী ২৪১ জন যাত্রীর সবাই নিহত হন।

ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আঘাত হানার মুহূর্তের আগে বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

ঘটনার পর ভারত ও সিঙ্গাপুর তাদের বিমান সংস্থাগুলোকে বেশ কয়েকটি বোয়িং মডেলের জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ দেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর