অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মো. গোলাম রসুল।
আজ সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে ২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল।
এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।