বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

২০২৫ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করল বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

আসন্ন ২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এবারের আসর।

সর্বশেষ পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেললেও এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। সেই দলে তিনটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল গঠন করা হয়েছে। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

রুবাইয়া এখনো ওয়ানডেতে অভিষেক করেননি, তবে টি-টোয়েন্টিতে খেলেছেন। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে জায়গা পেয়েছেন তিনি। ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।

অফ স্পিনার নিশিতা দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন। মাত্র ১৭ বছর বয়স হলেও তাঁর পরিণত বোলিং ও চাপ সামলানোর দক্ষতার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক।

সুমাইয়া গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ খেলেছিলেন। তাঁকে দলে নেওয়ার ব্যাখ্যায় সাজ্জাদ বলেন, সুমাইয়া দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। তার ব্যাটিং দক্ষতা ও ফিল্ডিং মান দলের জন্য বাড়তি শক্তি হবে।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর