আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের এক সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ছয় জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ তিন জন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ তিন জন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধুমাত্র ৯ সেপ্টেম্বরের জন্য প্রযোজ্য থাকবে।
আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে কিছু ডকুমেন্টস সংযুক্ত করতে বলা হয়েছে। এগুলো হলো-
২. প্রত্যেক আগ্রহী সাংবাদিককে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে জমা দিতে হবে।