বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব শফিকুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্রুসিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ) বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ (বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম)-এর সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংলাপে দেশীয় রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, নির্বাচন এবং গণমাধ্যম স্বাধীনতা নিয়ে সরকার পক্ষের অবস্থান তুলে ধরেন প্রেস সেক্রেটারি।

প্রেস সচিব বলেন, ‘আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ) টাইম। এই পাঁচ-সাত দিনে বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি।’

তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান।’

শফিকুল আলম বলেন, “একটি ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধার করেছে সরকার। বর্তমানে মুদ্রাস্ফীতি কমছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন স্থিতিশীল। পুলিশের মধ্যে ধীরে ধীরে মনোবলও বাড়ছে।”

তিনি বলেন, “আগের সরকার বিদেশিদের কাছে দেশের পররাষ্ট্রনীতি কার্যত বন্ধক রেখেছিল। বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি গ্রহণ করেছে। ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগোচ্ছে।”

গণমাধ্যম বিষয়ে কথা বলতে গিয়ে প্রেস সেক্রেটারি বলেন, “এই সরকারের সময় সাংবাদিকরা সবচেয়ে অবাধে কাজ করতে পারছেন। সরকারের সমালোচনা করেও সাংবাদিকতা করা যাচ্ছে। কেউ যদি সমস্যা অনুভব করেন, আমি ব্যক্তিগতভাবে সেটা দেখব।”

তবে তিনি আরও বলেন, “যেসব গণমাধ্যম কর্মীদের নিয়মিত বেতন দিতে পারে না, সেসব প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। কারণ এসব মাধ্যম থেকেই ভুল ও অপতথ্য ছড়ানো হয়।” তিনি দাবি করেন, “গত এক বছরে গণমাধ্যমের সবচেয়ে বড় সংস্কার হলো—সরকার কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করায়নি। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।”

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর