অনেক নাটকীয়তা শেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড। ফলে দুই দেশের সীমান্তে এখন থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। শান্তির পথে হাঁটার জন্য দুই দেশকে ধন্যবাদও জানান তিনি।