বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

কাবরেরার পদত্যাগ চাওয়া সেই শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেই শাহীনকে এবার বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেয়া হল।

আজ শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে শাহীনকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। তবে সেই চিঠিতে শাহীনকে অপসারণের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটিতে ৯ জন থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ জন করেছেন। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে কমিটিতে রয়েছেন ১১ জন।

কমিটি থেকে বাদ দেওয়া হলেও শাহীন এখনো নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে বলা হয়েছে, তিনি ফুটবলের উন্নয়নে সংযুক্ত থাকবেন। তবে জাতীয় দল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আর তার কোনো ভূমিকা থাকবে না।

গত ১৪ জুন বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ‘ভরা মজলিশে’ কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন শাহীন। এতে বেশ বিব্রতবোধ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেইসঙ্গে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠে শাহীনের বিরুদ্ধে।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হ্যাভিয়ের কাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরী, সামিত সোমের মতো ফুটবলার যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় সমালোচিত হন কোচ। হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চান ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর