বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ইরানে ইসরাইলি হামলায় ৬৫৭ জন নিহত : এইচআরএএনএ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৬৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভিত্তিক একটি এনজিও।

প্যারিস থেকে এএফপি জানায়, ইরানের সূত্র ও প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য দেয়।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ১৩ জুন ইসরাইলে দেশব্যাপী তাদের হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ২৬৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর মধ্যে, তারা ২০ জনেরও বেশি শিশুর পরিচয় যাচাই করা হয়েছে বলে জানিয়েছে, যাদের বেশিরভাগই তেহরানে নিহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে ১৬৪ জন সামরিক সদস্যও নিহত হয়েছে।

সামগ্রিকভাবে নিহত আরো ২৩০ জন  সম্পর্কে তারা বেসামরিক নাগরিক নাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এইচআরএএনএ তা নির্ধারণ করতে পারেনি।

এতে আরও বলা হয়েছে, শুক্রবার ভোর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দুই সহস্রাধিক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে।

গোষ্ঠীটি জানায়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতে হামলা চালানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ইসরাইলি হামলায় সামরিক কমান্ডার, পরমাণূ বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তারপর থেকে তারা কোনো আপডেট সংখ্যা প্রকাশ করেনি।

প্রতিক্রিয়ায় ইরানি হামলায় ইসরাইলেও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের মতে সেখানে কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েক শত আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর