ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবনে ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রীয় টিভি সংস্থা পুনরায় সরাসরি সম্প্রচার শুরু করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলেছেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার, কয়েক মিনিট আগে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, ইসরায়েল সরকার এই সত্য সম্পর্কে অবগত নয় যে, সামরিক অভিযানের মাধ্যমে ইসলামি বিপ্লব এবং ইরানের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যাবে না।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা ফেলে ইসরায়েলের যুদ্ধ বিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হামলার ফুটেজও প্রকাশিত হয়েছে।
ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলো ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।