গণমাধ্যমকে তিনি বলেছেন, আগামী ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে, বৈঠক হবে, আলোচনা হবে। স্বাভাবিকভাবেই রাজনীতি নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য যেসব ইস্যু আছে সে বিষয়ে অবশ্যই আলাপ হবে।আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে।
সালাহউদ্দিন বলেন,গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সকল কিছুর সমাধানের চেষ্টা করা। আমরা প্রত্যাশা রাখি এবং আমরা আশাবাদী।
সেই স্থিতিশীলতা আনতে গেলে যত শিগগির সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে রোডম্যাপ নয়, সময়সীমা প্রধান উপদেষ্টা প্রকাশ করেছে। সেটা পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। কারণ পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান-সবকিছু বিবেচনায় এই সময়টা উপযুক্ত নয়।