ঈদুল আযহার দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। এরইমধ্যে নগরীর বেশিরভাগ এলাকা থেকেই বর্জ্য সরানো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।
আজ রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে যেসব এলাকায় কোরবানি হচ্ছে, সেসব স্থান থেকে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র প্রশাসক শাহজাহান মিয়া জানান, ঈদের দিন দক্ষিণ সিটিতে এক লাখ ৩৩ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে। যার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এদিকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যদিও আজ সকালে ডিএনসিসির বেশ কিছু সড়কের অংশজুড়ে কোরবানির বর্জ্য জমে থাকতে দেখা গেছে।
তাছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শনিবার রাত ১০টার মধ্যেই সারাদেশের ১২টি সিটি করপোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ১২টি সিটি করপোরেশনের অপসারিত বর্জ্যের পরিমাণ ৪০ হাজার ১০৪ টন।